বোরহানউদ্দিনে চুরির আতঙ্কে গ্রামবাসীর ঘুম নেই

 

মোঃ আশরাফুল আলম
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের উত্তর ছোট মানিকা গ্রামে চুরি আতঙ্কে ঘুম নেই গ্রামবাসীর। গত এক সপ্তাহ ধরে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটেই চলছে। জানা যায় গতকাল ঐ গ্রামের চৌকিদার বাড়ির গরু ব্যবসায়ী আকবর বেপারীর ঘরে ভয়ানক সিদেল চুরি হয়। আকবর জানায় গতকাল রাত তিনটার দিকে তার বসত ঘরের দরজার নীচে সিধ কেটে ঘরে একদল চোর প্রবেশ করে নগদ দুই লক্ষ ৭৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার মূল্যের স্বর্ণ অলংকার ও একটি মোবাইল সেট চুরি করে পালিয়ে যায়। টের পেয়ে আকবরের পরিবারের লোকজন চিৎকার করে।এতে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে বাড়িতে সিদ কেটে চুরি হয়েছে। অপর দিকে দু’দিন আগে একই গ্রামের পিয়ন বাড়ির নিরবের ঘরেও সিদ কেটে চুরি হয়। কাপড় ব্যবসায়ী নিরব জানায় দুর্বৃত্তরা তার নগদ ৪১ হাজার টাকা ও প্রায় ১ লক্ষ টাকার সর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ভিক্টিম ও এলাকাবাসীর পক্ষে জনাব ফরিদ উদ্দিন জানায় তাদের সন্দেহ পার্শবর্তী জয়নগর ইউনিয়নের বাসিন্দা দীর্ঘ দিনের দুর্ধর্ষ চুরি ও ডাকাতির আসামী মহসিন (৪৩) পিতা কয়সর আহম্মেদ তার সহযোগী আলমগীর (৩৫) পিতা বারেক,স্বপন (২৮) পিতা মালেক এদের সহযোগিতায় ছোটমানিকা মাদ্রাসা সংলগ্ন শশুর বাড়ির এলাকায় থেকে আস্তানা গড়ে এ অপকর্ম চালাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলছে না। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।

SHARE