আজন্ম এক যোদ্ধার মা এর প্রতি ভোলাবাসির কৃতজ্ঞতা

 

 

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা বললে অনেকটা ভুল বলা হবে বাংলাদেশ পুলিশের আর্শিবাদ মীর মোঃ শাফিন মাহমুদ। ভোলায় যোগ দিয়েছেন দেশের ক্রান্তিলগ্নে যখন সারা দেশের মানুষ জঙ্গী হামলার ভয়ে ভীত সন্ত্রস্ত্র। সফিন মাহমুদ যোগ দেয়ার পরেই সর্বপ্রথম কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বেগবানের সাথে সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতো ক্লান্তিহীন মতবিনিময়ের মধ্যমে শান্তি প্রিয় এই দ্বীপের মানুষদেরকে জঙ্গী ভীতি থেকে চিরতরে নিস্তার দিয়ে নেপথ্যের রক্ষা কবজে পরিনত হয়েছেন এই মেধাবী পুলিশ অফিসার। শান্ত এই দ্বীপের মানুষগুলো নির্বাচনের সময় যেন সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেন এই দিক বিবেচনা করে কোন প্রকার সংঘাত ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে প্রতিটি নির্বাচন কোন প্রকার খুন খারাপি ছাড়া সফলভাবে করিয়ে নিয়েছেন এই ক্রিয়েটিভ এ্যডিশনাল পুলিশ সুপার। দল মতের উর্ধ্বে উঠে ভোলার প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংঘঠনের সাথে যার ব্যক্তিগত সম্পর্কের কারনে যে কোন হুট করে উড়ে আশা সমস্যাগুলো নিমিষেই সফল ভাবে সমাপ্তি টেনেছেন এই আদর্শ পুলিশ অফিসার। প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগগুলো অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করায় ভোলার মানুষকে কোন বিপর্যয়ের বিন্দুমাত্র আঁচ লাগতে দেননি এই ধৈর্যশীল পুলিশ অফিসার। ভোলায় অনাকাঙ্কিত ভাবে ঘটে যাওয়া প্রতিটি হত্যা রহস্য দ্রুত সময়ের মধ্যে উৎঘাটন করে পুরো জেলার অপরাধ প্রবনতা কমিয়ে এনেছেন ঈর্ষান্বিতভাবে। ছেলে ধরা তথা মাথাকেটে গুম নামের মহামারি থেকে ভোলাবাসিকে মুক্ত করে ভোলার আশির্বাদে পরিনত হয়েছেন সজ্জ্বন এডিশনাল এসপি সাফিন মাহমুদ। সর্বশেষ করোনা মহামারি,বুলবুল ও আম্পান নামক দূর্যোগ থেকে ভোলাবাসিকে আগলিয়ে রাখতে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সাথে নিজের জীবন উৎস্বর্গ করে যে মানুষটি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজ সেই প্রিয় মানুষ মীর সাফিন মাহমুদের শুভজন্মদিনে এই আদর্শ সন্তান জন্ম দেয়া ‘মা’ এর প্রতি ভোলাবাসির কৃতজ্ঞতা।

কৃতজ্ঞ চিত্তি সাফিনকে মনে রাখবে আজীবন এবং আমৃত্যু দেশ ও জাতির সেবা করে যেতে পারে মহান আল্লাহর কাছে দ্বীপের মানুষের এটাই চাওয়া।

SHARE