ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় আম্পান তান্ডবের রাতে জন্ম নেয়া শিশুর নাম ‘আম্পান’

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবের রাতে ফুটফুটে শিশুর জন্ম দিয়েছেন মা। ঝড়ের রাতে প্রসব বেদনা নিয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। দিবাগত রাতে ডাক্তার ও নার্সদের প্রচেষ্ঠায় ওই প্রসূতি মায়ের সুস্থ অবস্থায় ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ওই জন্ম হওয়া ছেলে সন্তানের নাম দেয় আম্পান।

ওই প্রসূতি মা মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া। জানা যায়, ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় প্রসূতি মা সামিয়া। পরে ঘূর্ণিঝড়ের কারনে ভোলা নেওয়া হচ্ছিলনা। তারপরও রাতভর ডাক্তর ও নার্সদের চেষ্ঠায় সুস্থ্য অবস্থায় প্রথম ছেলে সন্তান আম্পান (ডাক্তাদের নাম দেওয়া) পৃথিবীতে আসে।
সেই খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেওয়া ওই ছেলের নাম দেয় আম্পান।

মা ও সন্তান আম্পান সুস্থ রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মা আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে ওই প্রসূতি মা ছেলে সন্তান দিলে আমরা নাম দেই আম্পান।

SHARE