ভোলার ঢালচর প্লাবিত, অরক্ষিত মনপুরা

 

প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার সর্ব দক্ষিনের সাগর মোহনার ঢালচর ঝড়ে প্লাবিত হয়েছে। জোয়ার শুরুর ১ ঘন্টা আগেই প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ঢালচরের চেয়ারম্যান সালাম হাওলাদার। এছাড়া মেঘনার পানিও আমবর্ষার প্রভাবে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে বেলা সাড়ে ১২টায় জোয়ার হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। ভোলার সাগর মেহনার বিচ্ছিন্ন ১৯ টি চরে ৩ লক্ষ মানুষ বসবাস করলেও জেলা প্রশাসন ঢালচর থেকে ৫০ টি ট্রলারের মাধ্যমে
গতকাল সোমবার সকাল হতে কোষ্টগার্ড দক্ষিন জোনের বি‌সি‌জি আউটপোস্ট ঢালচর এলাকা থে‌কে এখন পর্যন্ত (পুরুষ ৬৮৩ জন, ম‌হিলা ১১৫৪ জন,ও শিশু ৪৬৯ জন) সর্বমোট ২৩০৬ জন কে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তবে মনপুরার বিচ্ছিন্ন চরগুলো থেকে এখনো কাউকে সরিয়ে আনার খবর পাওয়া যায়নি। এছাড়া চরফ্যশনের সাগর বেষ্ঠিত মজিব নগরের মানুষও রয়েছেন আতংকে।

চরফ্যাশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশনায় ও কোষ্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেপ্টেন্যান্ট ওয়াসিম আকিল জাকির নেতৃত্বে বিচ্ছিন্ন চর বাসিকে মূল ভুখন্ডে নিয়ে আসার চেষ্টা করছেন কোষ্টগার্ড সদস্যরা।

এছাড়াও ভোলায় মোট ১১০৪ টি আশ্রয়কেন্দ্র ৭৯ টি মেডিকেল টিম ও ১০৫০০ সেচ্ছাসেবী কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক।আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিদের জন্য শুকনো খাবার ও পর্যাপ্ত ব্যবস্থা করেছেন বলেও জানিয়েছেন তিনি। সর্বশেষ ভোলায় প্রচন্ড বেগে বাতাশ শুরু হয়েছে।

SHARE