মাউথওয়াশ মেরে ফেলতে পারে করোনা ভাইরাস

 

অনলাইন ডেস্কঃ

করোনা থেকে বাঁচতে হাজার হাজার প্রতিষ্ঠান, গবেষক কাজ করছেন প্রতিষেধক তৈরিতে। কিন্তু কোনো ওষুধের সন্ধান এখনো মেলেনি। তারপরও বিভিন্ন উপায়ে চলছে গবেষণা। একদিকে যেমন ভ্যাকসিন তৈরির কাজে এগিয়েছে বহু দেশ, তেমনই হাতের কাছে থাকা ওষুধে কীভাবে করোনার মারণরূপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গবেষণাতেও মন দিয়েছেন বিজ্ঞানীরা।

একটি নতুন গবেষণা বলছে, ‘’ মাউথ ওয়াশ মেরে ফেলতে পারে করোনাভাইরাসকে। জানা গেছে, এই ভাইরাসের চারপাশে একটা মোটা আস্তরণ থাকে, আর কিছু কিছু কেমিক্যালে সেই আস্তরণ নষ্ট করা সম্ভব হয়। মাউথ ওয়াশের পক্ষেও সেটা করা সম্ভব বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, নিজে চলতে না পারা করোনা ভাইরাস কোন ক্রোমে মুখে ডুকে গেলেও আঠালো প্রকৃতির হওয়ায় তা অনেক সময় ধরে জিহব্বার সাথে লেগে থাকে। তখনি মাউথ ওয়াশ করোনা ধ্বংশে কার্যকরী ভুমিকা পালন করে বলে প্রাথমিক গবেষণায় অনেকে বলছেন। তবে ‘লিস্টা কেয়ার’ মাউথ ওয়াশ টি বেশি কার্যকর বলে করোনা থেকে সেরে উঠা অনেকেই জানিয়েছেন।

যদিও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো গবেষণার ফলাফল জানানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও জানানো হয়েছে যে মাউথ ওয়াশে করোনাভাইরাস নষ্ট হয়ে যায়, এমন কোনো প্রমাণ নেই।

SHARE