নদী ভাঙ্গনের আতঙ্কে অসহায় মনপুরার মানুষ

 

সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ —

দিন দিন বেড়েই চলছে মনপুরার নদী ভাঙ্গন। জলবায়ু পরিবর্তনের প্রভাব গিলে খাচ্ছে এই দ্বীপের খেটে খাওয়া সাধারন মানুষদের।
করোনাতে সচেতন হয়ে ঘরে থাকবে। সেই ঘর ভিটা যদি নাই থাকে তাহলে করোনাকে ভয় করে থাকবেই বা কোথায়।
দুই দিক থেকেই অসহায় তারা। বর্তমানে করোনার মধ্যে ও জলবায়ু পরিবর্তনের সংকট মনপুরায় বিস্তার করছে। অনেকে বলছেন ভিটা বাড়ি নদীতে ভেঙে চলে যাওয়াতে করোনা সচেতনতার জন্য বাড়িতে থাকতে পারছে না তারা।
ফলে তাদের দুই দিক থেকেই এখন অসহায়ত্ব স্বীকার করে নিতে হচ্ছে।

করোনাতে লকডাউন থাকাতে কাজ করে টাকা উপার্জন করে যে নতুন করে ঘর বাড়ি তৈরিকরবে তাও করতে পারছে না এখানকার অসহায় মানুষ গুলো।

SHARE