মোঃ আরিয়ান আরিফ।।
নতুন আক্রান্ত ২ জনেরর বাড়ি ই ভোলা সদরে। দৌলত খানে আক্রান্তের বাড়ি ভোলা আলিয়া মাদ্রাসা সড়কে। চরফ্যাশনে আক্রান্তের বাড়ি ভোলার কালিবাড়ি রোড়ে। তাদের দু’জনের বাড়িই লগডাউন করে দিয়েছেন বলে ভোলা নিউজকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি এনায়েত হোসেন।
এর আগে ভোলায় হাসপাতালে ল্যাব টেকনোলজিস্টসহ
নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী। আক্রান্ত ২ জন যথারীতি দৌলতখান ও চরফ্যাশনে চাকুরী করে। বাকি ১ জনের বাড়ি লালমোহন উপজেলায়।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ল্যাব টেকনোলজিস্ট কামরুজ্জামান মজনু ৪২ করোনা ভাইরাস পজেটিভ। লালমোহনে ২২ বছর বয়সী এক নারীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবরে লালমোহন জুুুড়ে আতংক ছড়িয়ে পরেছে।
বিস্তারিত আসছে…