ভোলাসহ সারাদেশে মুসল্লিদের মসজিদে জুমার নামাজ আদায়

 

তাইফুর সরোয়ারঃ-

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সারাদেশে মসজিদে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের বিধি নিষেধ গতকাল মঙ্গলবার যোহরের নামাজ থেকে কয়েকটি শর্তে তুলে দেয়া হয়। আজ শুক্রবার ভোলাসহ সারাদেশে মুসল্লিরা সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সরেজমিনে ভোলার বিভিন্ন মসজিদে গিয়ে দেখা যায় বেশির ভাগ মসজিদের সামনে সাবান, হ্যান্ড ওয়াশসহ বিভিন্ন জীবানুনাশকের ব্যবস্থা রেখেছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদে আগত প্রত্যেকেই ছিলেন মাস্ক পরিহিত। নামাজ আদায়ের ক্ষেত্রে মুসল্লিরা একজন থেকে আরেক জন দুই থেকে তিন ফুট দুরত্ব মেনে চলছেন। মসজিদে প্রবেশ ও বাহিরের সময় ও মুসল্লিরা মেনে চলছেন সামাজিক দুরত্ব।
অনেক দিন পরে মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে সন্তুষ্ট মুসল্লিরা। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তির জন্য বিশেষ দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

SHARE