দৌলতখানে মৎস অভিযান অব্যাহত

 

প্রতিনিধি :-

দৌলতখান উপজেলা মৎস কর্মকর্তা ও কোষ্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান পাই জাল, ২০০০ মিটার মশারি জাল, ইলিশের ছোট ছোট রেনু পোনা ও ২ টি নৌকা আটক করা হয়।
জানা যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এর নেতৃত্বে আজ ৫ই মে সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা প্রর্যন্ত ভোলার মেঘনা নদীর মদনপুর মাঝের চর এলাকায় বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে মৎস্য সম্পদ রক্ষায় । এ সমস্ত অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়।
পরে দৌলতখান নদীর পাড়ে কোষ্টগার্ডের সহোযোগিতায় এ সমস্ত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরন করে দেয়া হয়।
মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান কিছু অসাধু লোক নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করত তার সাথে ক্ষতি করত বিভিন্ন প্রজাতির মাছের রেনুরও। এ সময় কাউকে আটক করা যায় নি অভিযান চলাকালীন সময়ে সবাই পালিয়ে গেছে কিন্তু মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

SHARE