মেয়র রফিকের মহানুভবতায় বোরাহানউদ্দিনে আনন্দের কন্না

 

ফয়সাল আহমেদঃ
বোরহানউদ্দিন হাসপাতালে করোনা রুগী মারা গেছে। এই খবরে চারদিকে আতংক ছড়িয়ে পরে। দৌড়ে আসেন মেয়র রফিক। দায়িত্ব নেন বেওয়ারিশ লাশের দাফনের। নিজে দাড়িয়ে থেকে ইসলামী ফাউন্ডেশনের দাফন কমিটির কর্মীদের ডেকে আনেন। পৌর কবরস্থানেই দাফন সম্পর্ন করেন মানবাতাবাদি মেয়র রফিক। এঘটনায় দিন জুড়ে আতংক শেষ হয় মেয়রের মহানুভাবতায় আনন্দের কান্নার মাধ্যমে।

১ মে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মাইনকারহাট বাজারে মানসিক ভারসাম্যহীন একজনকে পরে থাকতে দেখেন উপজেলা পরিষদের সি.এ মোঃ মঞ্জু বিশ্বাস ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির গাজী। তাদের সার্বিক সহযোগিতায় মানবিক মূল্যবোধ থেকে অপরিচিত লোকটিকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তারা।
আজ রবিবার (২মে) মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত লোকটি মারা যায়।
মেয়র রফিকুল ইসলামের সাথে সার্বিক সহযোগীতা করেন বোরহানউদ্দি পৌরসভার প্রধান সহকারি মোর্শেদ আলম।
দাফনে অংশ নেন ইসলামি ফাউন্ডেশন বোরহানউদ্দিনের সুপারভাইজার আবু মুছাসহ অন্যান্য কমিটির সদস্য বৃন্ধ।

তবে মৃত ব্যাক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। করোনা উপসর্গ নায়ি মারা গেলেও তার করোনা পজেটিভ কিনা তাও নিশ্চিত নয়। তবে তার নমুনা পরিক্ষার কথা রয়েছে।

SHARE