তিলোত্তমা’র মানবতা ইট-পাথরের বিবেকহীনদের আত্নায় আঘাত

এইচ এম নাহিদঃ ধর্ম ও নারী কোনটিই বাঁধা হয়ে দাড়াতে পারেনি। বৃষ্টিতে ভিজে রাস্তায় অসহায় রোজাদারদের ইফতার দিলেন হিন্দু ধর্মের অনুসারী এই ছাত্রলীগ নেত্রী। তিনি শুধু ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী ই নন ঢাকসুর সদস্য ও তিনি।

তিলোত্তমা শিকদার রমজানে রাস্তায় অসহায় মানুষের মাঝে ফ্রি ইফতার বিতরণ করছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে ঢাকার রাস্তার অসহায় রোজাদার মানুষকে ইফতার দিচ্ছেন এই ছোট্ট মেয়েটি।
ধর্মের পরিচয় উনার মানবতার পথে বাঁধা হয়ে দাড়াতে পারে নি, বাঁধা হয়নি মেয়ে নামক প্রতিবন্ধকতা। অনেকের মনে হতে পারে সস্তা ফটোসেশন, কারণ যারা জীবনে একটাকাও দান করেনি বরং ভিক্ষুকের থালা থেকে চুরি করে তাদের সবকিছুই শো অফ মনে হতে পারে। কিন্তু রাস্তায় অন্তত ১০০ মানুষ আজ শান্তিতে ইফতার করেছে। আজ তোমার জন্য করোনা বিপর্যয় ছাপিয়ে ঢাকার রাস্তায় জিতে গেলো মানবতা। নাড়াদিলো ইট পাথরের দেয়ালে ঘেরা বিবেকহীনদের আত্নায়।

SHARE