ভোলায় জনসভা করে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার: ভোলায় মানা হচ্ছেনা সামাজিক কিম্বা শারিরিক দুরত্ব। নিয়মিত জনসভা করেই বিতরণ হচ্ছে ত্রাণ। পৌরশহর কিম্বা গ্রাম সব খানেই একই চিত্র। আজ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নেও জনসভা করেই অসহায় দুস্ত প্রায় এক হাজার ৭’শ মানুষের মাঝে ১০ কেজি করে ১২ টন চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান আহমেদ সায়েকের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হলেও তাকে কোন প্রকার জরিমানা বা সাজা প্রদান করতে দেখা যায়নি।

তবে চাল বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি কাউকে। ইউনিয়ন পরিষদ চত্তর দেখে মনে  হচ্ছিলো কোন জনসভা স্থল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, জেলেদের উদ্ধৃত প্রায় ১২টন চাল অসহায় দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবে সামাজিক দুরত্ব বজায় না রাখার বিষয়টি তিনি নিশ্চিত নয় বলে জানান।
চেয়ারম্যান মিজানুর রহমান খানঁ  বলেন, আজকে যে ভাবে উদ্ধৃত চাউল দুস্থ মানুষের মাঝে বন্টন করেছে, আমিও ঠিক এই ভাবেই বন্টন করেছি, তাহলে আমার দোষ কি?  ইউপি মেম্বাররা চাল আত্মসাৎ করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আশা করি সংশিষ্ট কর্তৃপক্ষ তদন্তসাপেক্ষে মুল রহস্য উদঘাটন করবে।

SHARE