ভোলায় দ্বিগুণ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম, নেই সরকারি মনিটরিং

টিপু সুলতান #

বর্তমান বাজার দরের তুলনায়: – ৪৫ টাকার পিয়াজ ৬৫ টাকা, ১০০ টাকার রসুন ১৫০ টাকা, ১৫০ টাকার আদা ৩৫০ টাকা, ১১০ টাকার মসুর ডাল ১৩০টাকা,৮৮ টাকার সয়াবিন তৈল ১০০টাকা,১৪০০ টাকার চাউল ২১০০ টাকা কেন ? ২০০০ টাকার চাউল ২৮০০শ টাকা ও ২০০০ টাকার এলাচি ৫০০০ টাকা কেন? তার সাথেই বেড়েছে ইফতারী পণ্য এবং কাচা মাল ইত্যাদি।

পাইকারি ও খুচরা বাজারদর নির্দিষ্টকরণ ও নিয়ন্ত্রণে দাবির প্রেক্ষাপটে
লকডাউন অবস্থায় বলা আছে সকল পণ্যবাহি গাড়ি চলাফেরা করবে ভোজ্য পণ্য, কাচামাল ও ঔষধ সরবরহ করার জন্যে সেখানে এতোবেশি বাজার দর ও সিন্ডিকেট কেন?

করোনা পরিস্থিতি সামলাতে অতিসত্বর জনসাধারণের ক্রয়মূল্য সাভাবিক করার ব্যবস্থায় কর্তৃপক্ষ নজরদারি ও যথাযথ মোবাইল কোর্ট ব্যবস্থা অব্যহত থাকা চাই ! এবং প্রতি বাজারে ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত করার দাবী জানাই।

এবং জনসাধারণের জন্যে টিসিবি’র আওতায় প্রতি হাট বাজারে ন্যায্য মূল্যে ভোজ্য পণ্য ও মশলা এবং ইফতারের সামগ্রী জনসাধারণের দৌড়গোড়ায় সহজ শর্ত পাওয়ার দাবী বাস্তব কার্যকরী পদক্ষেপ গ্রহণ সুব্যবস্থা চাই

SHARE