দক্ষীণের অন্ধকারে আলো জ্বালানো জনতার মাষ্টার

চরফ্যাশন প্রতিনিধিঃ

দ্বীপ জেলা ভোলার সর্ব দক্ষীণের অবহেলিত জনপদ চরফ্যাশন উপজেলা। তার দক্ষিনের এক সময়ের অন্ধকার জনপদের ইউনিয়নটির নাম নুরাবাদ। এই অবহেলিত ইউনিয়নটির গত ১৩ বছরে চেহারাই পরিবর্তন করে দিয়েছেন একটি মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান করে স্বাস্থ্য ব্যাবস্থার আমূল পরিবর্তন করে দিয়েছেন। বিদুৎ এর আলো জ্বালানো থেকে বাদ যায়নি ঝুপড়ি ঘর ও। রাস্তা ঘাট কালবার্ট ব্রিজ করে ইউনিয়নটিকে উপজেলা ও জেলা শহরের সাথে একটি নিবির যোগাযোগব্যবস্থার রুপকার নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের এ সভাপতি। নিরবে নিবৃত্তে অন্ধকার জনপদে আলো জ্বালানোর পুরস্কারও পেয়েছেন এলাকার জনগনের কাছ থেকে। নির্বাচিত হয়েছেন ভোলার জেলা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে। শুধু কি তাই এই মানুষটিকে তার এলাকার অসহায় সহজ সরল মানুৃষ মাষ্টার উপাধিতে ভুষিত করেছেন। এখন তাকে শুধু জেলা পরিষদ সদস্য কিম্বা আওয়মীরীগের সভাপতি হিসেবেই চিনেনা তাকে এলাকার গরীব অসহায়রা তাদের সাহাবুদ্দিন মাষ্টার হিসেবেই চিনেন। আজ এই মহান মানুষটির জন্মদিন। তার জন্মদিনে দক্ষিনের জনপদের অসহায় মানুষের সাথে সাথে শুভেচ্ছা জানিয়েছেন তার ভাইয়ের ছেলে এডভোকেট মনিরুল ইসলাম রাহুল।

 

 

 

 

SHARE