পুরো রমজানে বাজার মনিটরিং করতে মাঠে থাকবে “ভোলা নিউজ টিম”

ভোলায় স্বাভাবিক নেই নিত্য প্রয়োজনীয় পন্যের দাম!শীঘ্রই বাজার মনিটরিং করতে মাঠে নামবে..….. “ভোলা নিউজ টিম”

ভোলা নিউজ অনুসন্ধান টিমে দ্বায়িত্ব থাকবেনঃ-

১. সাংবাদিক, জে এম ফিরোজ (গুরুপ প্রধান)
২.সাংবাদিক, আমজাদ হোসেন (সহ- প্রধান)
৩.সাংবাদিক, টিপু সুলতান (সহকারী টিম প্রতিনিধি)
৪. সাংবাদিক, আকতারুল ইসলাম। (তত্ত্বাবধায়ক)

সম্পাদক মহোদয় অনুমোদনক্রমে আপনাদের আগামী ১ মাস রমজানে দ্বায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কোন কারন ছাড়া দ্বায়িত্ব অবহেলা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।।

# ব্যবস্থাপনা সম্পাদক#

SHARE