ভোলার মানুষের প্রশ্ন,কার জন্য এ ভবন..??

ভোলা নিউজ ডেস্কঃ
ভোলায় নির্মিত এ আধুনিক ৭তলা ভবনটি কাদের জন্য বানানো হয়েছ। নির্মানের পরেও বছরের বেশি সময় ধরে পরে আছে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। কে এই স্বাস্থ্যমন্ত্রী? উনি কি ভোলার ২০ লক্ষ মানুষের জীবনের দামের চেয়ে বড়। ভোলার মানুষের আত্নায় আত্নীয় জননেতা একটু নজর দিবেন কি আমাদের কথায়?

প্রিয় নেতা আজ ভোলা দ্বীপের ২০ লক্ষ মানুষ খুবই অসহায়। সবাই আল্লাহর পরে আপনার দিকে ই তাকিয়ে আছে। আপনি অসহায় মানুষগুলোর ত্রাণের ব্যাবস্থাও করেছেন। কিন্তু ভোলার মানুষের জন্য এই মুহূর্তে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। করোনা চিহ্নিত হয়েছে ২ জনের। আজ ২৫ এপ্রিল আইসুলেশনে মারা গেছে ইউনুস হাওলাদার নামে একজন। করোনা রুগীর জন্য ভন্টিলেশন, আই সিওইউ তো দূরের কথা কোন চিকিৎসাই নেই ভোলার একমাত্র হাসপাতালে। প্রিয় নেতা আপনি শুনেছেন, ভোলা সদর হাসপাতালের জন্য আধুনিক মানের একটি ৭ তলা ভবন নির্মিত হয়েছে। এই ভবনটিতে অক্সিজেনের একটি আধুনিক লাইন রয়েছে। অন্তত এই বিপর্যয়ের মধ্যে আধুনিক মানের এই ভবনটি চালু করে বিচ্ছিন্ন দ্বীপের ২০ লক্ষ অসহায় মানুষকে করোনা ঝুকি থেকে বাঁচাতে পারেন। প্রিয় নেতা বাবা চাচাদের থেকে শুনেছি মুক্তি যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্রান্তিকালে আপনি ত্রাতা হিসেবে বাব বার অভির্ভূত হয়েছেন। নদী ভাঙ্গা থেকে রক্ষা, ১৯৭০ সালের বন্যায়, ৭৪ এর বিপর্যয়ে আপনিই ছিলেন ভোলা দ্বীপের মানুষের একমাত্র সহায়। প্রিয় নেতা আপনি শুনেছেন এই নতুন করোনা রুগীর প্রকৃত কোন চিকিৎসা ব্যাবস্থা নেই। এই রুগীর প্রচুর শ্বাস কষ্ট হয়। তাই প্রাথমিক ভাবে যদি নতুন ভবনটিতে করা অক্সিজেনের লাইনটি সচল করার ব্যাবস্থা করে দেন তা হলে ভোলা দ্বীপের করোনা রুগীরা প্রাথমিক ভাবে কিছুটা হলেও রক্ষা পেতো। প্রিয় নেতা বিচ্ছিন্ন এই দ্বীপের সাথে সকল জেলার যোগাযোগব্যবস্থা এই মুহুর্তে বন্ধ রয়েছে, আপনি যদি ভোলা হাসপাতালে নমুনা সনাক্তকরণের ব্যাবস্থা করে দেন তাতে আক্রান্ত রুগীগুলো পৃথক করা গেলে এই করোনা বিপর্যয় থেকে আল্লাহর রহমতে বেঁচে যেতো। আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ ভোলার অসহায় ২০ লক্ষ মানুষ। প্রিয় নেতা মহান আল্লাহ আপনাকে হাজার বছর ভোলার অসহায় মানুষের সেবা করার সুযোগ দিন।

SHARE