মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবে ১২ জন

তাইফুর সরোয়ারঃ-

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রমজানে মসজিদে তারাবির নামাজেও সাধারণ মানুষের অংশগ্রহণে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে দু’জন কোরানে হাফেজসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে রমজান মাসে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানান তিনি। তবে ১০ জন মুসুল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।

এ ছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করবে।

গতকাল বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয় মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগের জারি করা নির্দেশনা কার্যকর থাকবে।

SHARE