টিপু সুলতানঃ
সত্যিকারের ভালবাসার মানুষ গুলো বিপদের সময় কখনও দূরে যায় না। বিপদে যারা দুরে সরে যাই ভেবে নিও সে কোন দিন তোমার ছিল না, ভোটের সময় কত নেতা বলে আমাকে ভোট দিও আমি এ দিব সে দিব আজ প্রমান করার বাস্তব দিন এসেছে। আপনার বলুন দেখি এই পর্যন্ত কইটা নেতা মাথায় করে অসহায়দের বাড়ি বাড়ি খাবার দিচ্ছে এমন কি সরকারি ত্রান নিতেও নেতাদের লাথি গোতা খেতে হচ্চে, এখনি ভাবুন প্রকৃতি বন্ধু কে, আমরা যাদের নিয়ে বাজে মন্ত্রব্য করি তারা হল বাংলাদেশ পুলিশ। আজ দেখো আমদের দেশের সচেতন নাগরিকরা। এই বিপদে কে আপনার পাশে, যাদের নিয়ে বাজে মন্তব্য করা হয় তারাই আজ আছে। আমাদের মুখে খাবার তুলে দিচ্চে বাড়িওয়ালা বাড়ি থেকে ভারাটিয়াদের বের করে দিলে আবার বাড়ি তুলে দিচ্চেন দিন রাত পরিশ্রম করে তারা। আরে সচেতন নাগরিকরা ভেবে দেখুন তাদেরও ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাদের কথা না ভেবে দেশের জনগনের কথা ভেবে পরিশ্রম করে যাচ্চেন।
আমরা নিরাপদে আছি পুলিশবাহিনীর কারনে। আবার অনেক পুলিশ ভাই আছে যারা সকালের নাস্তাও জোটে না আমাদের রক্ষা করতে গিয়ে।