নারায়নগঞ্জ ও সিলেট থেকে ভোলায় এসেছে করোনা

মনজু ইসলামঃ ভোলায় করোনা এসেছে নারায়নগঞ্জ ও সিলেট থেকে। ভোলায দুই করোনার রুগী একজন নারায়নগঞ্জ থেকে মনপুরায় এসেছেন। আট বছরের মহুয়ার বাবা এসেছেন সিলেট থেকে। করোনার আগমনও এই দুই জেলা থেকে প্রাথমিক ভাবে ভোলা নিউজকে নিশ্চিত করেছেন ভোলার স্বাস্থবিভাগ।

ভোলার মনপুরা ও বোরহানউদ্দিনের ১ জন করে মোট ২ জন রুগীর করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। সিভিল সার্জন রতন কুমার ঢালী ভোলা নিউজকে জানান মনপুরার ২২ বছরের নুরেআলম  এবং বোরহানউদ্দিনের ৮ বছরের মহোনার  রিপোর্ট পজেটিভ আসায় তাদেরকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।বোরহানউদ্দি প্রতিনিধি ফয়সাল আহমেদ জানান,  বোরহানউদ্দিন উপজেলায় করোনা পজিটিভ রোগীর পুরো নাম: মোহনা রানী দে(৮), পিতা: পুরিদাস চন্দ্র দে, বোরহানগঞ্জ, এবং কাচিয়া ইউনিয়নে বাড়ি বলেও নিশ্চিত করেছেন তিনি।

এদিকে মনপুরায় পজেটিভ হওয়া নুরে আলম নারায়নগঞ্জ থেকে মনপুরার উত্তর সাকুচিয়ার ৭ নং ওয়ার্ডে এসেছেন এবং বোরহানউদ্দিনের  ৮ বছরের মেয়ে মহুয়ার বাবা পুরিদাস চন্দ্র দে চাকুরী করেন সিলেটে। তাহলে নারায়নগঞ্জ ও সিলেট থেকেই ভোলায় করোনা ডুকেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ভোলার স্বাস্থবিভাগ।

SHARE