লালমোহন উত্তর বাজার চলছে রমারম ব্যবসা

লালামোহন প্রতিনিধিঃ

সরকারি নিয়মের কোন তোয়াক্কাই করছে না তারা। এই লকডাউন জনসমাগম এড়িয়ে না চলে, তারা জনবহুল ভাবে চালাচ্ছে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়াও বিভিন্ন বিলাসবহুল ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখেছেন সেখানে। সাঁটারকে অর্ধভাবে খুলে ভিতরে চলতে থাকে তাদের রমরমা ব্যবসা। পুলিশদের কে দেখলেই বন্ধ করে দেওয়া হয় খানিক সময়ের জন্য।তারা মানছে না নির্ধারিত দূরত্ব ও ভোর ছয়টা থেকে সমস্ত দোকানপাট খুলে, তা চলতে থাকে দুপুর বারোটা পর্যন্ত…বাজারে এবং দোকানে এখনও লাখো মানুষের ভিড়, ভিড় এড়িয়ে চলাকে তোয়াক্কা না করে সবাই প্রচন্ড ভিড় করে বাজার করছে! নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের নামে লাখো মানুষ বাজারে এসে হোটেলের ভিতরে আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। কিছু লোক বাহিরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। ভিতরে চলে ব্যাবসায়িক কর্মকাণ্ড। মোবাইল সার্ভিসিং, কসমেটিকস, জুতার, দোকান থেকে শুরু করে হোটেল এবং কনফেকশনারী দোকান খোলা রেখেছে এখানে। পুলিশ দেখলে পালিয়ে বেড়ায়। পুলিশের অনুপস্থিতির আবার খুলে দেয়া হয় সকল দোকান।
পুলিশের উপস্থিতি লক্ষ করে আবার সাটার বন্ধ করে প্রতিটি দোকানের ভিতর বসে থাকে ১০-১২ জন করে লোক। নির্ধারিত দূরত্ব তো রাখছেই না, মাস্ক ছাড়া ই চলাফেরা করছে মানুষ।

SHARE