ভোলার ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান

বিপ্লব (ভোলা)

ভোলার ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত কুয়েত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জাকির হোসেন ভোলা জেলার সকল মসজিদের (এগারো হাজার) ইমাম-মুয়াজ্জিনদের দোরগোড়ায় খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার যুগান্তকারী এক ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছেন। ইতোমধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।
বৈশ্বিক এই করোনা ভাইরাসের মহামারি কারণে অসহায় দিনযাপন করছে মধ্যবৃত্ত সহ নিন্ম আয়ের মানুষ। এর আগে তিনি করোনা ভাইরাস মহামারীর এই প্রাদুর্ভাবে ভোলা জেলার বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছেন।
এবিষয়ে কুয়েত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জাকির হোসেন বলেন, করোনা এই মহামারীর কারণে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার থেকে গরিব অসহায়দের সহায়তা করে কিন্তু ইমাম মুয়াজ্জিন যারা তাদের কথা কেউ চিন্তা করে না। সামান্য বেতনে তাদের সংসার চলে। কিন্তু কারো কাছে তারা হাত পাতেন না। সে কথা চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশের সকল ইমাম মুয়াজ্জিনদের প্রতি বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন।

SHARE