কোস্টগার্ড শুধু ডিউটিই করেনা, সাথে খাদ্য সামগ্রী ও বিতরণ করে

মনজু ইসলামঃ-

ভোলায় করোনাভাইরাস আবির্ভাব মোকাবেলায় হতদরিদ্র শ্রমজীবী অসহায় মানুষের মাঝে কোস্টগার্ড দক্ষিণ জোন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ রবিবার (১৯এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, তালতলি ঘাঠ,রাজাপুরের জোড়খালসহ ভাসমান বেঁদে পরিবারের পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে কোস্ট গার্ড দক্ষিণ জোন হতদরিদ্র ৩০০পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এসময় চাল,ডাল,সয়াবিন তৈল,ছোলা,চিনি,সাবান,আলু,ও লবন বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অপারেশান্স কর্মকর্তা,লেঃ মাহবুবুল অালম শাকিল সহ কোস্টগার্ডের সদস্যবৃন্দ।

কোস্টগার্ডের অপারেশান্স কর্মকর্তা শাকিল বলেন, দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। বর্তমান পরিস্থিতিতে কোস্টগার্ড হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন এবং দেশের যেকোনো পরিস্থিতিতে কোস্টগার্ড পাশে থাকবেন। আজকে আমরা হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি পর্যায়ক্রমে আরও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

SHARE