শিক্ষার্থীদের জন্য সুখবর, শুরু হতে যাচ্ছে বরিশাল অনলাইন স্কুল

মোঃ আশরাফুল আলমঃ-
শুরু হতে যাচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরেরঁ সাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ফেইসবুকে লাইভ ভিত্তিক বরিশাল অনলাইন স্কুল।
বর্তমানে বৈশ্বিক চরম সংকট মুহুর্তে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত, আমরা সকলে মিলে অতিক্রম করছি চরম সংকটকালীন সময়। বিগত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমুহ বন্ধ, বন্ধ রয়েছে সব ধরনের বাহ্যিক কর্মকান্ড কারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে স্বাস্থ্য বিধি মেনে ঘরেই অবস্থান করতে হবে। এই সময়ে আমাদের লেখাপড়ায় যেন কোন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারি। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সংসদ টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষকের পাঠ কার্যক্রম পাশাপাশি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে শিখন কার্যক্রম পৌছে দেবার লক্ষ্যে সংযুক্ত হয়েছে বিভিন্ন ফেইসবুকের লাইভ ভিত্তিক অনলাইন স্কুল যার মধ্য অন্যতম ময়মনসিংহ অনলাইন স্কুল, রংপুর অনলাইন স্কুল,রাজশাহী অনলাইন স্কুল, কেইউপি অনলাইন স্কুল ইত্যাদি। এরই ধারাবাহিকতায় বরিশাল অনলাইন স্কুল আজ ১৮/৪/২০২০ তারিখের ক্লাসের একটি সিডউল শিক্ষকদের পরিচয়সহ প্রকাশ করা হল। সপ্তাহের মাঝামাঝি পূর্নাঙ্গ সিডিউলসহ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে বরিশাল অনলাইন স্কুল। সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আবদুর রহিম স্যারের নির্দেশনা ও সমন্বয়ে এই অনলাইন স্কুল ( fb.me/ Barishalonlineschool) ফেইসবুকের মাধ্যমে সরাসরি পরিচালিত হবে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা কার্যক্রম। ইতিমধ্যেই সারাদেশের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এই স্কুলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। সবার অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতাই এ কার্যক্রমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সাহস যোগাবে এবং মূল্যবান পরামর্শ ও নির্দেশনা কার্যক্রমকে অনুপ্রানিত করবে বলে জানান এ স্কুলটির পরিচালক।

SHARE