চরফ্যাশনে সয়ংক্রিয় ভুমিদস্যু আ:খালেক,দেখার কেউ নেই

টিপু সুলতানঃ-

ভোলা চরফ্যাশন দুলার হাট জোরপুর্বক বাড়ি দখলের জেরে নির্ঘূমে রাতযাপন করছেন দুলার হাট ঈদগাঁ জামে মসজিদের মুয়াজ্জিন মো: হানিফ মোল্লা ।গত ০৩ আগষ্ট রাতে দুলার হাট বাজারের পশ্চিমে মো: হানিফ মোল্লা পিং মৃত চেরাগ আলী তার দীর্ঘ ৩৫ বছরের দখলীয় ১.২০ শতাংশ জমি জোরপুর্বক দখল করেন এলাকার জনৈক আ:খালেক পাটওয়ারী গ্যাং।

৩৫ বছরের পুরনো বাড়ি রেখে জীবিকা নির্বাহে প্রয়োজনে মসজিদে ও মা হারা ছেলে আ: রহমান ঢাকায় থাকার সুবাদে সুযোগ পেয়ে এলাকার জনৈক আ: খালেক পাটওয়ারী পিং মৃত সুলতান পাটওয়ারীর গ্যাং ও ভাড়াটিয়াদের সহায়তায় বাড়িটি দখলে নিয়েছেন।
সংবাদ পেয়ে মুয়াজ্জিন ও তার মেয়ে ফাতেমা ছুটে বাড়িতে দেখেন সৃজিত গাছ গাছালি কেটে ঘর নির্মান করে ফেলে।

এ ঘটনায় মুয়াজ্জিন বাড়িটি উদ্ধারের জন্য সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার না পেয়ে সংবাদ কর্মীদের কাছে অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে স্বরজমিনে গিয়ে দেখা যায় ৩৫ বছরের দখলীয় বাড়িতে আ: খালেক পাটওয়ারী গ্যাং এর দখল বিদ্যমান।
আ: খালেক পাটওয়ারীর গ্যাং এর অন্যতম সদস্য মো:কামাল, মো: মনিরের সাথে কথা হলে আমাদের প্রতিনিধি কে জানান ১৫/১০/১৯৬০ সালের ৭৭৯৩ সৃজিত দলিলে ১.২০ জমির দাবিদার।

সৃজিত জমির দলিলে হানিফ মোল্লার আপত্তির কারনে গ্রহীতা- আ: খালেক পাটওয়ারী পিতা: সুলতান আহম্মদ পাটওয়ারী,চরতোফাজ্জল লালমোহন,বাখরগন্জ।

দাতা:১। মো: সামসুদ্দোহা ২।নুরুল হুদা ৩।সামছুল হুদা পিং মো: আসলাম।
৪। ফাতেমা খাতুন স্বামী: আছলাম, উকিল পাড়া ভোলা সদর,ভোলা।

বিগত ১৯৬০ সনের ভোলা সাব- রেজিস্টার অফিসে উক্ত গ্রহিতা ও দাতাগনের নামে ১নং সূচী এবং ২নং সূচী বহি পর্যাপ্ত তল্লাশী করিয়া কোন সন্ধান পাওয়া যায় নাই মর্মে একখানা সাচিং রিপোর্ট কপি সংবাদ কর্মির কাছে প্রদান করেন।

সে আলোকে বিগত দিন ধরে ৭৭৯৩/৬০ নং দলিল সঠিক নিরুপনে আঃ খালেক পাটওয়ারী গং এর তালবাহানায়
জোরপুর্বক উচ্ছেদ কৃত হানিফ মোল্লা এখন নির্ঘূম রাতজাপন করছে এবং প্রতিনিয়ত ভিবিন্ন ধরনের হুমকিতো চলছেই।দেখার যেন নেই কেউ।

এ ব্যাপারে দুলার হাট থানার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করতাম।এ এস আই শাহজালালের কাছে অভিযোগ করছে তা শুনছি।তবে লিখিত অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে

SHARE