ভোলায় চাউল চোরের মধ্যে মানবিক পুলিশ

মনজু ইসলামঃ-
ভোলায় চাউল চোরের মধ্যে মানবিক পুলিশ,
চারি দিকে যখন চাল চুরির সংবাদ, ঠিক তখনি ভোলার পুলিশ নিজের খাবার তুলে দিলেন অনাহারীর মুখে, ঐসব মানুষরূপী নড়খাতু চাউল চোরেরা ভোলার ছেলে হয়েও ভোলার অনাহারী ক্ষুধার্তদের চাউল চুরি করার ধান্ধায় মগ্ন, ঠিক তখনি ভোলার পুলিশ ভোলার ছেলে না হয়েও নিজেদের অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে তুলে দিলো অনাহারীদের মুখে, ভোলার ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। ফাঁড়িতে থাকা পুলিশ সদস্যদের আর্থিক সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ (বুধবার ১৫ এপ্রিল)বিকেলে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের টুণচর গুচ্ছগ্রাম ও গাজীরচর গুচ্ছগ্রামে থাকা হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাঁড়ির ইনচার্জ ওসি আরমান হোসেন, এসআই সমেজ আলী,এএসআই আতিকুল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম কনস্টেবল মিজান, কিবরিয়া গুচ্ছগ্রামে থাকা অসহায়দের মাঝে চাল বিতরণ করেন।

এসময় ওসি আরমান বলেন, করোনা ভাইরাসে লকডাউনে থাকা ভেলুমিয়া গুচ্ছগ্রামের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি করবো। দুস্থ মানুষের হাতে পাঁচ কেজি দেওয়া হয়। সামর্থ অনুযায়ী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

।।

SHARE