এবার টাকের গুজব, ভোলায় ন্যাড়ার হিড়িক

টিপু সুলতানঃ

থানকুনি পাতার পরে এবার টাক এর গুজব শুরু হয়েছে। ভোলাসহ সারা দেশে এ গুজব চলছে। বলছে কোন এ পীর হুজুররের স্বপ্ন টাক হলে তাকে করোনা ভাইরাস ছুঁতে পারবেনা। আর এতে করেই  দেশের হাজার হাজার আবাল বৃদ্ধা বনিতা টাক হতে শুরু করেছে। আর এতে করে নিজের মাথা নিজেই ন্যাড়া হতে গিয়ে ব্লেড দিয়ে মাথা কেটেছে যশোরের সামসুদ্দিন।  রক্ত ক্ষরণ বন্ধ করতে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরের এ গুজবে ভোলায়ও আজ টাক হয়েছেন হাজার খানেক তরুণ। তবে শ্যালুনের ঘর বন্ধ থাকায় বিপাকে পরেছেন তরুণরা। তারা নিজেদের মাথা নিজেরা ন্যাড়া হতে গিয়ে সমস্যায় পরতে হচ্ছে। তব ভোলার খতিব মাওলানা কামাল হোসাইন ভোলা নিউজকে বলেন, পীর বাজি একটি শেরকি গুনাহ।  এ ধরনের ধোকাবাজিতে না পরে স্বাস্থ্যকর কোন ব্যাপারে চুল কাটলে ঠিক আছে। অন্যথায় এটা হবে শরিয়া বিরোধী।

SHARE