ভোলায় কর্মচারীদের জিম্মি করে কুইন বেকারির অস্বাস্থ্যকর খাবার তৈরি

আকতারুল ইসলাম আকাশ:

বিশ্বে মহামারি ভাইরাস করোনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে ভোলায় সেই নিষেধাজ্ঞা অমান্য করে নোংরা পরিবেশে মুখরোচক অস্বাস্থ্যকর খাবার তৈরি করছে কুইন ফুড নামে একটি বেকারি।।

সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারি নামক জায়গায় অবস্থিত এই কুইন ফুড বেকারি।

সরেজমিন বেকারি ঘুরে দেখা যায়, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেকারির সামনের অংশ বন্ধ করে ভিতরে মুখে মাস্ক ও হাতে হ্যান্ডগ্লোভস না পড়ে অল্প বয়স্ক ছেলেদের দিয়ে নোংরা পরিবেশে তৈরি করছে মুখরোচক বিভিন্ন খাবার। খোলামেলা পরিবেশে এসব খাবার তৈরি করায় খাবারের উপর ভোঁ ভোঁ করে উড়ছে মাছি।

এসময় সাংবাদিকদের টের পেয়ে পালিয়ে যান বেকারির মালিক খায়রুল ইসলাম।

নিষেধাজ্ঞা অমান্য করে খাবার তৈরির বিষয়ে বেকারিতে কর্মরত কর্মচারীরা বলেন, আমরা মালিকের কাছে ছুটি চেয়েছিলাম। মালিক ছুটি দেয়নি। আমাদের কয়েকমাসের বেতনও আটকিয়ে রেখে মালিক একপ্রকার জোরপূর্বক আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কর্মচারীরা আরো বলেন, মালিক আমাদেরকে বলছে এখন ভোলার সকল কারখানা বন্ধ। আমাদের কারখানা এখন খোলা রাখলে বেচাকেনা বেশি হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, আমরা সংবাদ পেয়েছি। শীঘ্রই মোবাইল কোর্ট পাঠানো হবে।

SHARE