করোনা পরিস্থিতি মোকাবেলায় আইনজীবীর ফেইসবুক পোস্ট

নিউজ ডেস্কঃ

করোনা সংকট মোকাবেলায় আইনজীবী মোঃ মনিরুল ইসলাম রাহুল একটি সময়োপযোগী পোস্ট দিয়েছেন। ভোলা নিউজ পাঠকদের জন্য তা তুলে ধরলাম…..

“”করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। ভাইরাসের সংক্রমণের কারনে এই রোগ দ্রুত ছড়াচ্ছে ও বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের উচিত একটি পরিকল্পনা নেওয়া। যার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত দেশ সামনের দিকে নিয়ে যাওয়া যাবে।
.
পরিকল্পনা সমুহ নিম্নরূপঃ
১। ফান্ড বিষয়ক পদক্ষেপঃ
ক। সকল এমপিদের থেকে একটি ফান্ড সংগ্রহ করা।
খ। বিরোধী দল গুলোর সম্ভাব্য প্রার্থী থেকে একটি ফান্ড গ্রহন করা।
গ। ব্যবসায়ীদের থেকে একটি ফান্ড সংগ্রহ করা।
ঘ। আইনজীবীদের হতে একটি ফান্ড সংগ্রহ করা।
ঙ। মাননীয় প্রধানমন্ত্রী ত্রান তহবিলে অনলাইন টাকা প্রদানের ব্যবস্থা করে উম্মুক্ত করা। যাতে যে কেউ ত্রাণ তহবিলে সাহায্য পাঠাতে পারে।
চ। বিদেশ থেকে যে কেউ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে টাকা পাঠাতে পারে তার জন্য অনলাইনে সকল সুবিধা অন্তর্ভুক্ত করা।
ছ। জেল খানায় অনেকদিন ধরে বন্দী আসামী ও জামিনযোগ্য আসামীদের আর্থিক জরিমানা করে সাময়িক মুক্তি দিয়ে ফান্ড সংগ্রহ করা।
.
২। করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তার টীমঃ
ক। বেসরকারি ডাক্তারকে টীমে অন্তর্ভুক্ত।
খ। সরকারি ডাক্তারদের টীমে অন্তর্ভুক্ত।
গ। অবসরপ্রাপ্ত ডাক্তারদের অন্তর্ভুক্ত করা যদি তারা স্বেচ্ছায় আসতে চায়।
করোনা সেবায় নিয়োজিত টীমের ডাক্তারদেরকে নিদিষ্ট প্যাকেজে বেতন প্রদানের ব্যবস্থা করা।
.
৩। সেবক-সেবিকা (Nurses) টীমঃ
ক। বেসরকারি নার্স টীমে অন্তর্ভুক্ত করা ।
খ। সরকারি নার্স টীমে অন্তর্ভুক্ত করা ।
করোনা সেবায় নিয়োজিত টীমের নার্সদেরকে নিদিষ্ট প্যাকেজে বেতন প্রদানের ব্যবস্থা করা।
.
৪। স্বেচ্ছাসেবী টীমঃ
ক। বেসরকারি স্বেচ্ছাসেবী টীমে অন্তর্ভুক্ত করা ।
খ। সরকারি স্বেচ্ছাসেবী টীমে অন্তর্ভুক্ত করা ।
করোনা সেবায় নিয়োজিত টীমের স্বেচ্ছাসেবীদেরকে নিদিষ্ট প্যাকেজে বেতন প্রদানের ব্যবস্থা করা।
.
৫। হসপিটালঃ
ক। বেসরকারি হসপিটাল মালিকদের সাথে আলোচনা করে অস্থায়ী ভিত্তিতে হসপিটাল ভাড়া নেওয়া।
খ। করোনা মোকাবেলায় ঘোষিত সরকারি হসপিটালের অবকাঠামো গুলো দ্রুত গতিতে মেরামত করা।
গ। হসপিটালের আইসোলেসন সেন্টার গুলোতে সুযোগ -সুবিধা বৃদ্ধি করা।
.
৬। PPE সংগ্রহ ও বিতরণঃ
ক। PPE সংগ্রহ করা।
খ। PPE বিতরণ করা।
গ। সৎ কর্মকর্তার মাধ্যমে কমিটি করে PPE বিতরণ করা।
.
৭। ত্রাণ বিতরণঃ
ক। ত্রান বিতরণে একটি কেন্দ্রীয় কমিটি করা।
খ। এলোমেলো ভাবে ত্রান বিতরণ বন্ধ করা।
গ। গরিব ও দুস্থ মানুষদের তালিকা তৈরি করা।
গ। ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা।
ঙ। মোবাইলেের মাধ্যমে টাকা পাঠানো।
চ। কারা কারা ত্রাণ পেল কত দিনের জন্য ত্রান পেল ইউনিয়ন ভিত্তিতে তালিকা অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো।
ছ। পুলিশকে না জানিয়ে কোথাও ত্রাণ দেওয়া যাবে এই আদেশ জারি করা
.
৮। হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে পদক্ষেপঃ
ক। ঢাকা সিটি থেকে কেউ জরুরী প্রয়োজনে বের হতে চাইলে সংশ্লিষ্ট থানায় ফোন করে তথ্য প্রদান করে বের হওয়া।
খ। পুলিশের অনুমতি ছাড়া কেউ বের হতে পারবেনা এই আদেশ জারি করা।
গ। জরুরি সেবা পেতে পুলিশকে ফোন করতে প্রচারণা করা।
জনস্বার্থে উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করলে করোনা মোকাবেলায় সরকার ব্যাপক সাফল্য পাবে বলে আমার বিশ্বাস। আসুন লেখাটি বেশি বেশি #শেয়ার করি ও সরকারের নজরে আসতে সহযোগিতা করি।
মোঃ মনিরুল ইসলাম রাহুল।
লেখক একজন আইনজীবী।””

SHARE