সোনালী ব্যাংকে সামাজিক দূরত্বে বিপরীত চিত্র, করোনা ঝুঁকিতে কর্মকতা ও কর্মচারী ।

মোঃ আশরাফুল আলমঃ-
করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও সোনালী ব্যংকের এ হিসাবের চিত্রটা একটু ভিন্ন।ব্যংকে ঢুকে দেখা গেল অনেক সচেতন মানুষ অবচেতনভাবে অসচেতনতার পরিচয় দিয়ে সামাজিক দূরত্বকে দূরে ফেলে হাট বাজারের মত ভীড় করে টাকা তুলছেন ও জমা দিচ্ছেন। এতে ৬ ফুট দূরত্ব বজায় রাখার কথা থাকলেও তা কোনোভাবেই মানা হচ্ছে না। এ বিষয়ে সোনালী ব্যাংকের ভোলা শাখার একজন কর্মকর্তা খায়রুল হাসানকে জিজ্ঞাসা করলে সে জানায়,আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি এবং গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। গ্রাহকদের বললে তারা কোনো আইন মানছে না।এতে আমাদের ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে।এ জন্য প্রশাসনিক তদারকি আশু প্রয়োজন বলে তিনি মনে করেণ। অন্য দু,জন কর্মকর্তা তরিকুজ্জামান ও সাইফুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সকল অফিস আদালত বন্ধ থাকলেও জনগনের বৃহৎ স্বার্থে ব্যংক খোলা রাখা হয়েছে। ব্যংকে করোনা বিস্তারের ঝুঁকি কোনো অংশে কম নয়। তাই তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে, করোনা বিস্তার রোধে, নির্ধারিত সময় বেঁধে দিয়ে গ্রাহকদের বেতন ও মওজুদ টাকা উত্তোলন করার সুযোগ রেখে, দ্রুত ব্যাংক বন্ধ রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

SHARE