বেদে পল্লিদের মাঝে ও চলছে ত্রান বিতরন কর্মসূচি

নুরউদ্দিন আল মাসুদঃ

ভোলা জেলা গরিব, অসহায় মানুষের পাশাপাশি ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবার ত্রান সামগ্রী পোছে দিচ্ছেন বেধে পল্লীগুলোতে।আজ সকালে ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ডে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রান পৌছে দেন তিনি।তাদেরকে ১০ কেজি চাল,৫কেজি আলু,২ কেজি ডাল ও ১ টি সাবান বিতরন করেন।এ বিতরনে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান সোহেল,এনডিসি জনাব জাহিদুল হক ও অনেকে। বেধে পল্লীদের প্রধান জনাব খায়রুল ইসলাম বলেন-“আমরা সামাজিকভাবে অন্যদের থেকে ভিন্ন।আমাদের সমাজ ব্যবস্থায় মহিলারা গ্রামে যায় উপার্জন করার জন্য এবং পুরুষরা বাসায় থাকে বাসা দেখাশোনা করার জন্য।তবে করোনার প্রভাবে এবং প্রশাসনের কঠোর নির্দেশনায় আমাদের মহিলারা ও মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না।ফলে আয় ও করতে পারছে না।তাই অনেকটাই কষ্টে জীবন কাটাতে হচ্ছে আমাদের”। জনাব মিজানুর রহমান বলেন -“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা গরিব বেধে পল্লীগুলোতে ও ত্রান বিতরন করে যাচ্ছি।তবে এ ত্রান সামগ্রীর উপাদান হিসেবে চাল,ডাল, আলুর পাশাপাশি সাবান ও দিচ্ছি। যেন তারা ঘর থেকে বের হওয়ার সময় এবং বাহির থেকে এসে সাবান দিয়ে হাত ধৌত করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে। তবে তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে ঘুরাঘুরি, অবাধে চলাফেরা ও সর্বদা দলবদ্ধভাবে থাকে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।তাই সকলকে সামাজিক দূরত্ব ও পরিষ্কার পরিছন্ন থাকার আহ্বান জানান ভোলা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান ।

SHARE