বোরাহানউদ্দিন খারার নিয়ে পৌরবাসির ঘরে মেয়র রফিকুল ইসলাম

ফয়সাল আহমদে, বােরহানউদ্দনি(ভােলা):

সারাদেশর মত ভোলার বোরাহানউদ্দিন ও আজ লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পরেছেন এখানকার অসহায় খেটে খাওয়া হতদরিদ্র, প্রতিবন্ধী মানুষ গুলো। আর এই অসহায়দের কথা চিন্তা করেই তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বোরহানউদ্দিন পৌরসভার প্রচার বিমুখ মানবিক মেয়র রফিকুল ইসলাম। পৌরসভার উদ্যোগে পৌর ১নং ওয়ার্ড থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করে প্রতিটি পৌরওয়ার্ডে পৌছেদিচ্ছে পৌর মেয়র নিজ হাতে। এ সময় তিনি বলেন, দয়া করে নিজের জন্য বাচুন আশে পাশের মানুষ ও আপনার পরিবার কে বাচান। আজ আমরা একটা কঠিন সময় পার করছি। আজ আমাদের মনে এক অজানা আতঙ্ক মানুষখেকো প্রানঘাতী করেনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলুন। আমি পৌর বাসীর সেবা করার জন্য সব সময় আপনাদের পাশে আছি থাকব। আমারা পৌর এলাকার প্রতিটি ঘরে সাধ্য মত খাদ্য সামগ্রী পৌছে দেয়ার আপ্রান চেষ্ঠা করছি। দয়া করে কেউ ঘরের বাহিরে বের হবেনা। কর্মহীন, অসহায় খেটে খাওয়া রিক্সাচালক, প্রতিবন্ধী প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল,১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়া সাবান বিতরন করছেন পৌর মেয়র রফিক। এ খাদ্য সামগ্রী বিতরন করার সময় সংশ্লিষ্ট পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এই কার্যক্রম সংকটকালিন সময়ে চলমান থাকবে বলেও ভোলা নিউজকে জানিয়েছেন বোরাহানউদ্দিন বাসির প্রিয় মেয়র রফিকুল ইসলাম।

SHARE