জ্যাকবের ২৫ লক্ষ টাকার অনুদান

সোহেল মাহমুদঃ
করোনা ভাইরাসে বিস্তার প্রতিরোধে ঘরমূখো দরিদ্র মানুষের জন্যে ‘“মানুষ মানুষের জন্য” কর্মসূচী চালু করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ (চরফ্যাশন- মনপুরা)আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এ কর্মসূচীর আওতায় এমপি জ্যাকব সোমবার চরফ্যাশন উপজেলায় ২০লক্ষ ও মনপুরায় উপজেলায় ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

এ অনুদানের প্রাথমিক পর্যায়ে চরফ্যাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে ২১টি ইউনিয়নে ১’শ করে ২১’শ পরিবার ও মনপুরা উপজেলার ৮’শ পরিবারকে খাবার সামগ্রী প্রদানে ২০ লক্ষ টাকা ব্যয় হবে। এছাড়াও মনপুরা উপজেলায় ৫টি ইউনিয়নে ১’শ করে ৫শ পরিবারকে খাবার সামগ্রী বিতরনে ৫ লাখ টাকা ব্যয়
করা হবে।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, সুষ্ঠুভাবে বন্টনের স্বার্থে সরকারি বরাদ্দের সাথে সমন্বয় করে আমার নির্বাচনী এলাকায় করোনা ভাইরাসে ঘরমূখো দরিদ্র মানুষদের জন্য প্রাথমিকভাবে এই বরাদ্দ দেয়া হয়েছে। দৈনন্দিন উপজেলা পরিষদ গরিব মানুষ খাবার সহায়তা দিতে মানুষ মানুষের জন্য এই কর্মসূচী। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আমার সংসদীয় আসন চরফ্যাশন-মনপুরার অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের পাশাপাশি এই কর্মসূচী চলমান থাকবে।

SHARE