ইমরান হোসেন মুন্নাঃ
ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর ব্যতিক্রমী সময়োপযোগী উদ্যোগে খুশি জেলার বিচার প্রার্থী সাধারন মানুষ। আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্যানার লাগিয়ে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকা জন্য জামিন ও অন্যান্য জরুরি বিষয় ব্যতীত সকল ধরনের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আদালতে গণজমায়েত জন সমাগম এবং হাঁচি, কাশি, সর্দি, ও জ্বরে আক্রান্ত যেকোন ব্যক্তিকে আদালতে আনার ক্ষেত্রে নিরুৎসাহিত করাও হয়েছে। এছাড়া যেকোন জরুরি প্রয়োজনে আদালতের বেঞ্চ সহকারীর নাম্বার জনসম্মুখে প্রকাশ করে তাদের সাথে যোগাযোগ করে জরুরী ব্যাপার গুলো জেনে নেয়ার নির্দেশ দিয়েছেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক।