ভোলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ রাখায় ৩ ব্যাবসায় কে ১ লক্ষ টাকা জরিমানা।

মাসুদ রানা প্রতিনিধি ভোলা জেলা দক্ষিণ।

বোরহানউদ্দিন উপজেলায় উপশহর কুঞ্জেরহাট বাজারে নিত্যপ্রয়জনীয় পন্যে ও পেঁয়াজ এবং চাউল এর দাম বেশি রাখায় তিন মুদি দোকানের মালিকে ১০০০০০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এরশাদ ষ্টোর মালিক জাহাঙ্গীর কে ৩০০০০ হাজার, মুদি দোকান শাহজান কে ৩০০০০ হাজার
সুকণ্ঠ সাহার দোকানের ১০০০০ হাজার টাকা
জরিমানা করা হয় এবং আলমদিনা হোটেলে দুইদিন আগের মুরগী গ্রীল রাখার কারনে ৩০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাধার মানুষ এই ধরনের অভিজান পরিচালনা করায় ধন্যবাদ জানিয়েছে এবং এই অভিযান যেন অব্যাহত রাখেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড মোঃ বশির গাজী বলেন, উপজেলার কোথাও যদি কোন দোকানদার পেঁয়াজ চাউল বা কোন মালামালের দাম বেশি রাখে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

SHARE