ভোলায় থমথমে উন্নয়ন, জনদূর্ভোগে জনজীবন

মাসুদ রানাঃ-
বোরহানউদ্দিন উপজেলায় ৪ নং কাচিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের দালাল বাজারের পূর্ব পাশে সাবেক নাগর চেয়ারম্যান এর বাড়ির পূর্ব পাশে সেই রাস্তাটি। যেই রাস্তাটি নিয়ে বর্ষার মৌসুমে অনেক লেখালেখি হয়েছিল।

ঐ এলাকার মানুষ অনেক দুর্ভোগের কবলে পরে আছেন, এলাকায় জনগনের একটাই দাবী আমরা ডাল, চাউল, ধান, গম, আটা, চাইনা আমরা শুধু একটি রাস্তা চাই। আমাদের ছেলে মেয়ে স্কুল, মাদ্রাসা এবং মসজিদে যেতে পারে না এবং একটু বর্ষা হলেই এ রোড দিয়ে হাটা চলা করাটাই মসকিল হয়ে পড়ে।

এবং আরো বলেন, এই ১২ বছরেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই রাস্তাটিতে আজ পর্যন্ত একটি মাটির চাক ও দেওয়া হয়নি।

ঐ এলাকার মানুষ আরো বলেন, এই রাস্তাতে বিএনপির আমলে একটু হাত লেগে ছিল সেই সময় কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ছিল আব্দুল হালিম নগর মিয়া।

সে সময় কিছু মাটি ফেলেছিল এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে ২০০৮ থেকে ২০২০,পর্যন্ত এখন এই রাস্তাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি খুব দুঃখের বিষয।

আমরা ভোলা ০২ আসনের এমপি, আলহাজ্ব আলি আজম মুকুল এর দৃষ্টি আকর্ষণ করছি ঐ এলাকার সমস্যাটা যেন সমাধান করে দেন এটাই ঐ এলাকার ৩৪ শত জনগনের দাবি।

SHARE