ভোলার জেলা প্রশসক স্কুল পরিদর্শন

আশরাফুল আলমঃ-
ভোলার “বোরহানউদ্দিনে (ইউপিএস) স্কুল পরিষদর্শন” মোঃ আশরাফুল আলমঃভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্যার আজ ভোলা পলিটেকনিক সংলগ্ন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল( ইউপিএস) পরিদর্শন করেণ।এ সময় শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেণ।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অত্যন্ত বিনয়ী এ মানুষটি আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের সমস্যাগুলোর কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

SHARE