মোদির বাংলাদেশ আগমনের বিরুদ্ধে ভোলার তাওহীদি জনতার বিক্ষোভ

পারভেজ আহমেদ মুন্না:

আজ ২রা মার্চ,২০২০।ভোলা সদরের কালিনাথ রায়ের বাজার সংলগ্ন হাঠখোলা জামে মসজিদের সামনে ভোলার ইসলামপ্রিয় হাজার হাজার তাওহীদি জনতার সমাবেশ ঘটেছে।গত ২৫ শে ফেব্রুয়ারি ভারতের দিল্লীতে একটি কুচক্রী মহল সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়,তাদের বাড়ি-ঘর ভাঙচুর চালায়,উপসনালয় অর্থাৎ মসজিদে আগুন লাগানো হয়।ক্ষমতাসীন মোদি সরকারের আমলের শুরু থেকেই সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো ভারত জুড়ে,যার কবল থেকে রক্ষা পায়নি এমনকি সংখ্যালঘু মুসলিমগণ।
আগামী ১৭ মার্চ,জাতির জনক বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী(নরেন্দ্র মোদি)কে আমন্ত্রণ জানানো হয়েছে।কিন্তু,বাংলার মুসলিম জনতা তার আগমনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তাই উক্ত দিনের সম্মান রক্ষার্থে মোদির আগমন এর বিরুদ্ধে আমরা একতাবদ্ধ।

SHARE