ভোলায় পুলিশ মেমোরিয়া ডে পালন

মোঃ মনজুঃ

নানা আয়োজনের মধ্য দিয় ভোলায় পুলিশ মেমোরিয়া ডে ২০২০ পালন করা হয়।আজ (রবিবার ১মার্চ ২০২০) সকাল ১০টায় ভোলা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মরনসভার আয়োজন করা হয়।এই স্মরন সভায় আইন শৃঙ্খলা রক্ষার্থে জীবন বাজি রেখে যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্তায় শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্ব্র শ্রদ্ধা এবং শহীদদের স্মরণে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন ভোলা জেলা পুলিশ, জেলা প্রশাসক, ভোলা সদর থানা, দৌলতখান থানা, বোরহানউদ্দিন
থানা, লালমোহন থানা, তজুমদ্দিন থানা, চরফ্যাশন থানা, মনপুরা থানা, শশীভুশন থানা, দক্ষিন আইচা থানা পুলিশ। পড়ে শহীদদের আত্তার মাগফিরাত কামনার্থে দোয়া মোনাজাত করা হয়।

এসময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেণ, জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, তজুমদ্দিন
উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন দুলাল, ভোলা সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,ভোলা নিউজ এর সম্পাদক মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির আহমেদসহ ভোলা জেলার সকল থানার
ভারপ্রাপ্ত কর্মকতাগন।

পরে কর্তব্যরত অবস্তায় ভোলার নিহত সাত পুলিশ পরিবারের মাঝে
উপহার সামগ্রী বিতারন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

SHARE