মঞ্চ মাতালেন ভোলার জেলা জজ মাহমুদুল হক

মোঃ রাসেলঃ

ভোলার কোর্টে স্বরণকালের নিরপেক্ষ নিয়োগ দিয়ে আলোচনায় আসার পর এবার গান গেয়ে মঞ্চ মাতালেন জেলা জজ ড এ বি এম মাহমুদুল হক। ভোলার বিচার বিভাগ আয়োজিত বনভোজন ও সাংকৃতিক অনুষ্টানে পুরোনো দিনের গান সব সখি রে পার করিতে, পরেনা চোখের পলক থেকে শুরু করে আধুনিক ও জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে কিছু মুহুর্তের জন্য দর্শক শ্রোতাদের সম্মোহিত করে পুরোনো দিনে ফিরিয়ে নিয় যান তিনি। দর্শক শ্রোতার কড়তালির মধ্য দিয়ে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনে দেন ভোলার বদলে দেয়া বিচার বিভাগের অন্যতম কান্ডারী ড এ বি এম মাহমুদুল হক। ভোলার পর্যটন নগরী কুঁকড়িমুকড়ি অদুরে সমুদ্র পৃষ্টে জেগে উঠা মনোমুগ্ধকর নারিকেল বাড়ির দ্বীপে আয়োজিত বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চরফ্যশনের এডিশনাল জেলা জজ মোঃ নুরুল ইসলাম , চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম জি আজম, এসিজিএম শরীফ মোঃ সানাউল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম,যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাকারিয়্যাহ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহমেদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল, ভোলা বারের সিনিয়র আইনজীবী জুলফিকার আহমেদ, সাবেক সম্পাদক ও সাবেক নারী ও শিশু পিপি এডভোকেট গোলাম মোরশেদ কিরন তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ, জয়েন সেক্রেটারি এডভোকেট হাসান শরিফ, যুগ্ম স্পাদক মোঃ রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক এপিপি এডভোকেট মেজবাহুল আলম, ভোলা নিউজের প্রকাশক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলামসহ বিচার বিভাগের সকল বিচারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্টানটি সফল করতে সহযোগিতা করেন কুঁকড়িমুকড়ি অতিথিপরায়ণ চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন।

SHARE