মোহাম্মদ (সঃ) হওয়া উচিৎ রাজনিতিবিদদের আইকন– পার্থ

মনজু ইসলামঃ

প্রত্যেক মুসলমানের রাজনৈতিক আইকন হওয়া উচিৎ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)। চ্যানেল আই এ শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনায় ৩০০ সেকেন্ড এ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এ কথা বলেন।গতকাল ১৪ ফেব্রুয়ারি রাতে  ৩ মিনিটের সংক্ষিপ্ত এ শো তে বাংলার তরুণদের পছন্দের এ মানুষটি খোলা মেলা আলোচনায় আরো বলেন, রাসুল (সঃ) এর পরে ৪ সাহাবি হওয়া উচিৎ সকল মুসলিম রাজনীতিবিদদের শিক্ষক। তবে কেউ কেউ অনুপ্রেরণা হতে পারে যেমন বঙ্গবন্ধুর পছন্দের সংঘটক শেখ ফজলুল হক মনি’র মত নেতারা।
সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নব নির্বাচিত ২ মেয়র নিয়ে করা মন্তব্যও ক্লিয়ার করেন পার্থ। তিনি বলেন, ২ মেয়র নিয়ে এটা তার ব্যাক্তিগত নয় রাজনৈতিক মতামত একজন ব্যাবসায়ি ও রাজনিতিবিদের জনগনের প্রতি যে কমিটমেন্ট তা তুলে ধরার চেষ্টা করছি। ব্যাবসায়িরা সুবিধাভোগী, দলের খারাপ সময়ে কাছে থাকেনা কিন্তু রাজনিতিবিদরা দলের সুসময়ে সুবিধা না পেলেও দূর্দিনে দলকে আকঁড়ে ধরে রাখে। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৫ টি আসন পাওয়া নিয়ে বলেন, বিএনপি আসন পাননি বিএনপিকে ৫ আসন দেয়া হয়েছে কারণ ৩০০ আসন ই আওয়ামীলীগ নিয়েছে। আমি পরিবারের বাহিরে না, তবে রাজনিতিতে আমি জনগনের কথা বলেছি, জনগন আমাকে তাদের নিজের মানুষ হিসাবে নিয়েছে এ জন্য দেশবাসির প্রতি আমি কৃতজ্ঞ।

SHARE