ভোলায় নীতিমালা অনুযায়ী কোচিং বন্ধ রাখার আহব্বান- কোচিং সংগঠনের সভাপতি অর্জুন

বিষয়ে প্রতিনিধি #
ভোলায় নব গঠিত কোচিং সেন্টার এ্যাসিয়েসন সমিতির সভাপতি অর্জুন চন্দ্র দে – নীতিমালা অনুযায়ী সকল কোচিং বন্ধ রাখার আহব্বান জানিয়ে সকল কোচিং পরিচালকদের নোটিশ জাড়ি করেছেন।

তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারী এ্যাসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকনের স্বাক্ষরকৃত এক বিবৃতিতে এ আদেশ জারি করা হয়। এস এস সি পরীক্ষাকে কেন্দ্র করে সকল ধরনের কোচিং প্রাইভেট বন্ধ রাখার সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ আদেশ জাড়ি করা হয়।

সভাপতি অজুন জানান,শিক্ষিত যুব বেকারদের কোচিংয়ে যেন কোন ধরনের হয়রানির স্বীকার হতে না হয় সে দিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানিয়ে
তিনি আরো বলেন,সরকারি শিক্ষকগন নিয়মনীতি না মেনেই রমরমা কোচিং বানিজ্য চালিয়ে জাচ্ছেন অথচ প্রশাসন বেকার যুবকদের হয়রানি করছেন।

SHARE