মাহিয়ান হিমেল#
দ্বীপ ভোলার জনবহুল পত্রিকা ভোলা নিউজে আগামী এক বছরের জন্য নিয়োগ পেলেন সাংবাদিক নুরুউদ্দিন আল মাসুদ।
মাসুন একজন নিষ্ঠ সাংবাদিক হিসাবে এ আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করেছেন বলে জানা জায়। তিনি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স অর্জন করেন।
গতকাল নুরুদ্দিন মাসুদের হাতে ভোলার কার্ড তুলে দেন ভোলা নিউজের চিপ ফটো সাংবাদিক বিপ্লব রায়।
এ বিষয়ে ভোলা নিউজের সম্পাদক জানান, আশা করি নুরুউদ্দিন তার পেশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগিয়ে যাবেন জনগনের ও পাঠকের ভালোবাসা নিয়ে।