সীমাহীন দূর্নীতির বেড়াজালে ভোলা সরকরি স্কুল,প্রায় কর্মদিবসে অনুপস্থিত প্রধান শিক্ষক

বিপ্লব রায়#
ভোলা শহরের প্রানকেন্দ্রে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। কোচিং বানিজ্য,ফলাফল বানিজ্য,সরকারি নিয়ম নীতিমালা না মানাসহ নানা অনিয়মের সাথে জাড়িত থাকার অভিযোগ উঠে এসেছে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিরুদ্ধে।।

এস এস সি পরীক্ষায় ফরম ফিলাপ করতে টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অবশ্যকের বিষয়টি সরকারি নীতিমালায় থাকলেও, নিয়মনীতি মালা ছাড়া ২২৫ শিক্ষর্থীর মধ্যে ২২৫ শিক্ষার্থীকে ফরমপূরন করেছে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

এ বছর এস এস সি নির্বাচনী পরীক্ষায় মাত্র ৭৩ জন শিক্ষর্থী পাশ করলেও সকল শিক্ষার্থীদের ফরম পূরন হয়, যা সম্পূর্ণ বে আইনি ও নীতিমালা পরিপন্থী।

বেশ কয়েকজন অভিভাবক জানান ৬ থেকে ৭ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদেরও ফরমপূরনে বিষয়টি হতাশাজনক এতে করে ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়াশুনার গুরুত্ব হারিয়ে পেলবে। আরো জানান, প্রধান শিক্ষক বেশির ভাগ কর্মদিবসে অনুপস্থিত থাকার বিষয়টিও অতি আপত্তিকর জনক আমরা বিভিন্ন সময় অফিসের কাজে আসলে প্রধান শিক্ষককে পাওয়া যায় না।

বিদ্যালয়ের না অনিয়ম ও দূনীর্তি নিয়ে আসছে বিস্তারিত……….১০টি পর্বে

SHARE