ভোলার জেলা জজের ইতিহাস গড়া নিয়োগে অন্যরকম আয়োজন

মনজু ইসলাম/ টিপু সুলতানঃ

ভোলার জেলা জজ কোর্টে পদায়নে নিয়োগ প্রাপ্তদের মিষ্টিমুখ করাতে আয়োজন করা পিঠা উৎসব কাল। ভোলা বার, গ্রামীন জনউন্নয়ন সংস্থাসহ জাজশীপের মোট ১০টির বেশি স্টল এই পিঠা উৎসবে অংশ গ্রহন করতে যাচ্ছে। আজ ৩০ জানুয়ারি দুপুরে জেলা জজ ডক্টর এ.বি.এম. মাহমুদুল হক পিঠা উৎসবের সর্বশেষ প্রস্তুতি দেখতে কোর্ট ক্যাম্পাসে তৈরিকৃত স্টল গুলো পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, এসিজিএম শরীফ মোঃ সানাউল হক, যুগ্ম জেলা জজ মুহাম্মদ জাকারীয়্যা, জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ আলী হায়দার, ভোল নিউজের প্রকাশক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, জেলা নাজির আমির হোসেন, বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েসনের যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন সহ জেলা জাজশীপের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য ভোলার বর্তমান জেলা জজ তার কোর্টে অন্যরকম এক ইতিহাস গড়ে ঘুষ দুর্নীতির মহাউৎসবের উর্দ্ধে উঠে চিরাচরিত সকল অনিয়মের বেড়াজালে কষাঘাত করে সকল প্রতিকূলতা মোকাবেলা করে ড়জেলা নাজির পদে মোঃ আমির হোসেন, সেরেস্তাদার পদে মোঃ নুরুল আলম তালুকদার, মীর মোঃ ইকবাল হোসেন, মোশারেফ হোসেন শাহ্, অফিস সহকারী পদে মোঃ ইদ্রিছুর রহমান, মোস্তাফিজ, জুয়েল চন্দ্র দে, জারীকারক পদে আঃ খালেক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোস্তাফিজ রহমানকে নিয়োগ প্রদান করেন।
এর আগে জেলা জজ নিয়োগ পাওয়াদের ফুল দিয়ে বরণও করেছেন এবং তাদের মিষ্টি মুখ করানোর জন্যই আগামীকাল শুক্রবার নিজ খরচে কোর্ট প্রঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করেছেন।

SHARE