আবর্জনার ডাষ্টবিনে পরিনত ভোলার খাল

আল মাহমুদ#
ভোলা শহরের প্রান কেন্দ্র নতুন বাজারে সৈই জনপ্রিয় ভোলার খালটি আর্বজনার ডাষ্টবিনে পরিনত হয়েছে।
বর্তমানে খালটিতে নোংরা আবর্জনা ও মশা মাছির উৎপাদনের কারখানা বলা যায়। বন্ধ হয়ে যাওয়ার পথে খালের পানির স্বাভাবিক গতি।

বেশ কয়েক জন পথচারী ও পৌর নাগরিক জানান, ভোলার এ গুরুত্বপূর্ন খালটি রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া, না হলে পৌরবাসী চরম বিপর্যের মুখোমুখি হবে।

SHARE