ভোলার অসহায় রুগীদের জন্য জননেতার বছরের প্রথম উপহার

মনজু ইসলাম/টিপু সুলতানঃ

বছরের প্রথম দিনটিই ভোলাবাসির জন্য সু সংবাদ দিয়ে শুরু। নতুন বছরের প্রথম প্রহরেই ভোলার গরিব অসহায় রুগীদের জন্য দ্বীপের অভিবাবক জননেতা তোফায়েল আহমেদের উপহার সাইফুর রহমানের বদলী বাতিল।

বদলী বাতিল হলো দ্বীপের আশির্বাদ ডাঃ সাইফুর রহমান এর। ভোলার একটি অসুভ কষাই চক্রের চক্রান্তে দ্বীপের গরীব রোগীদের আসার আলো ডাঃ সাইফুর রহমানকে তদবির করে বরগুনা জেলায় বদলী করে। তার অপরাধ হিসেবে সামনে আনে তিনি সিজার ছাড়াই সন্তান প্রসব করান। যাদের সিজার একান্ত প্রয়োজন তাদের ভোলা সদর হাসপাতালে নিয়েই সেই রোগীদের সিজার করান। এতে ব্যাবসায়ী দালাল চক্রের ধান্দা ও অবৈধ আয়ের উৎস বন্ধ হয়ে যায়। এতে করে কশাই চক্র দিশেহারা হয়ে চাঁদা উঠিয়ে তার বদলির তদবির করে সফল হলেও হেরে যায়নি ভোলার সভ্যতার জনক জননেতা তোফায়েল আহমেদের কাছে। ভোলার গরীব অসহায় রোগীদের ভাগ্য নিয়ে খেলার এই চক্রান্ত জননেতার কাছে পৌঁছে দেন ভোলার মানুষের আস্থার যায়গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। আর বিপ্লবের কাছে ভোলায় ডাক্তার সাইফুর রহমানের প্রয়োজনিয়তা তুলে ধরেন ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপুসহ প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক বৃন্দ। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর এটি কাজ না হওয়া সত্ত্বেও তার বদলি বাতিলের জন্য অনেককে ফোন দিয়েছেন মানবিক কারণেই। ভোলার সাবেক সিভিল সার্জন ভোলার গরিবের ডাক্তার হিসেবে পরিচিত রথীন্দ্র নাথ মজুমদার নিরলস কাজ করে গেছেন তার বদলী বাতিলের জন্য। কারণ তিনিই দৌলতখান থেকে ভোলা সদর হাসপাতালে ডাক্তার সাইফুরকে এনে প্রথম গাইনী রুগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা শুরু করেন। দেশের প্রথম জেলা হাসপাতালে ল্যাপরোসকপি করে অসহায় মা’দেরকে মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা করেন। ডাক্তার সাইফুর রহমানের বদলী বাতিলের খবরে ভোলায় গরীব অসহায় রুগীসহ দ্বীপের মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে এবং জননেতা তোফায়েল আহমেদের নতুন বছরের প্রথম সকালের উপহার গ্রহন করেন কৃতজ্ঞ চিত্তে।

SHARE