শিক্ষা প্রতিনিধি #
জে এম ফিরোজ#
আজ সকাল ১১টায় ভোলা নিউজ ক্যারিয়ার গাইড লাইন কর্মসূচি ভোলা প্রেস ক্লাবে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভোলাসে রা স্কুলের ২০০শত জে এস সি ফলপ্রাথী শিক্ষার্থীরা এ প্রোগ্রাম অংশ নেয়।
এসময় উপস্তিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,ভোলা প্রেস সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু,জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু, সাংবাদিক অর্জুন চন্দ্র দে, প্রভাষক সোহাগ, শিশুবন্দু জে এম ফিরোজ সহ ভোলা নিউজ পরিবারের সকল কর্মরত প্রতিনিধিগন।