হোসেন মনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ।

মঞ্জু ইসলাম
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

(২২ ডিসেম্বর) শনিবার বিকেলে ধনিয়া ইউনিয়নের তুলাতুলিতে অবস্থিত মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে হোসেন-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনজুর আলম সাহেব এর অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক এবং হোসেন-মনোয়ারা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী খন্দকার ফজলে রাব্বী, সহকারী শিক্ষক মোঃ মাসুম, মোঃ নূরে-আলম, মোঃ হাসান,টুটুল চন্দ্র মজুদার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি বৃন্দ বলেন, শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি হয়। নদী ও হাওড় তীরবর্তী হওয়ায় এ অঞ্চলে শীত বেশী। এ অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতেই প্রতি বছর হোসেন-মনোয়ারা ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি, চিকিৎসা অনুদান, বিবাহ অনুদান দিয়ে থাকে।

SHARE