শ্রমিকলীগ মানে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি নয় – এম পি শাওন।

লালমোহন থেকে তপতী সরকারঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শ্রমিকলীগের পদ-পদবীতে যাওয়া মানে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি না। যারা শ্রমিকলীগের বিভিন্ন পদে আসতে চায় তারা যদি মনে করে কমিটিতে এসেই বিভিন্ন বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করবে,তাহলে তাদের ভবিষ্যত খারাপ হবে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন ৭নং পশ্চিম চর উমেদ ও ১০নং মোতাহার নগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনেে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রমিকলীগের নেতৃত্বে যারা আসবে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য স্বীকার করে আসতে হবে। কমিটিতে এসেই কয়দিনপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কথা বলবে, এধরণের লোকজনকে পরীক্ষা নিরীক্ষা করে শ্রমিকলীগের কমিটিতে আনতে হবে।
শ্রমিকলীগের সম্মেলন উদ্বোধন করেন, লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত। এসময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন,পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবলীগের আহ্ববায়ক শাহিন মাতাব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।

SHARE