সেরা ছাত্র পুরস্কার দিবে ভোলা নিউজ – শিক্ষা সম্পাদক

শিক্ষা প্রতিনিধি#
ভোলা নিউজের শিক্ষা প্রতিনিধিরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে এবং খুজছে এস এস সি পর্যায়ে সেরা ছাত্র ২০২০। ভোলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের থেকে এ বছর খুজে বের করবে সেরা ছাত্র। এস এস সি পর্যায়ে টেষ্ট পরীক্ষার মেধাক্রম/ রোল ১ থেকে ১০ পর্যন্ত শিক্ষার্থীদের,টেষ্ট পরীক্ষার ফলাফল,নৈতিকতা,এস এস সি আগামীর ফলাফল সহ ১১টি ক্যাটাগরি লক্ষ্য রাখছেন বাছাই কমিটি।

উল্লেখ্য আগামী বছর ২০২০ সালের মে মাসে এই ফলাফল ঘোসানা করবেন বলে জানিয়েছেন ভোলা নিউজ শিক্ষা সম্পাদক জাভেদ মাহমুদ ফিরোজ। যে সকল বিষয়ে দৃষ্টি রেখে সেরা ছাত্র নির্বাচন করা হবে সেই বিষয় গুলো হচ্ছে
১. বিদ্যালয়ে উপস্থিতি ও পাঁচ বছরের জীবন বৃত্তান্ত।
২. টেষ্ট পরীক্ষার ফলাফল ও এস এস সি পরীক্ষার ফলাফল।
৩.নৈতিকতার উপর কতটা প্রতিষ্ঠিত।
৪. ধর্মীয় অনুশাসন ও দেশপ্রেমের ব্যাপারে সচেতনতা।
৫. পিতা মাতা ও গুরুজনের প্রতি শ্রদ্ধাবোধ।
৬. নিয়মিত পাঠ্যাভ্যাস ও ধর্মীয় গ্রন্থ অধ্যায়নে যত্নশীলতা।
৭. মাদক সেবন না করা।
৮. স্মার্টফোন অপব্যাবহার থেকে বিরত থাকা।
৯. পোশাক পরিচ্ছেদে পরিপাটি থাকা।
১০. সংবাদপত্র ও সাধারণ জ্ঞান চর্চা।
১১. বাছাই কমিটির মূল্যায়ন পরিক্ষায় উত্তীর্ন হওয়া।

SHARE